বাংলায় সিএএ হবে না, অমিতের প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ মমতার

Spread the love

এ দিনই ঠাকুরনগরে দাঁড়িয়ে অমিত শাহ ঘোষণা করে গিয়েছেন, করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ কার্যকর করা হবে৷ নাগরিকত্ব পাবেন মতুয়া শরণার্থীরা৷ তবে তাঁর কিছুক্ষণ আগেই কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জানিয়ে দিলেন, রাজ্যে কোনও ভাবেই সিএএ, এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে এসে হুমকি দিচ্ছেন বলেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷

এ দিন কলকাতার আলিপুরে একটি সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই সিএএ নিয়ে সরব হন তিনি৷ কটাক্ষের সুরেই সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘এই ক্যা আর এনআরসি নিয়ে আজকে আবার ক্যা কো করতে এসেছে৷ ক্যা কো এখানে করে বেরাও, ট্যা ফো এখানে করা যাবে না৷ ‘

কোচবিহার এবং ঠাকুরনগরের সভা থেকে বার বার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ৷ অমিত শাহের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলে মমতা পাল্টা বলেন, ‘আমি যদি না বলি তাহলে ভাববে আমি দুর্বল৷ শরীরী ভাষা দেখে মনে হচ্ছে যেন শারীরিক ভাবে ধমকি দিতে এসেছে৷ একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই হুমকি মানায় না৷ ‘

অমিত শাহ এ দিন ফের একবার ‘ভাইপো’ ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন৷ কটাক্ষ করে তিনি বলেন, ‘মোদিজি গরিবের বিকাশ করেন আর মমতা দিদি খালি চেষ্টা করছেন কীভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন৷’ পাল্টা জবাব দিয়ে অমিত শাহের উদ্দেশে তৃণমূলনেত্রী প্রশ্ন করেন, ‘আপনার ছেলের এত টাকা কী করে হল?’ কটাক্ষ করে মমতা আরও বলেন, ‘চালুনি আবার সূচের খুঁত ধরে৷ ফুচকা খাওয়ার ক্ষমতা নেই ফুলকো লুচি খাবে৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*