স্কুলে ঢোকার মুখে শরীরের তাপমাত্রা পরীক্ষা, হাতে স্যানিটাইজার দিয়ে মুখে মাস্ক পরে স্কুলে প্রবেশ৷ ১১ মাস পর নতুন নিয়মে খুলল স্কুল৷ আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই স্কুল খুলছে ৷
বদলে গিয়েছে ক্লাসে বসার নিয়মও৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে প্রথম বেঞ্চে দু’ জন, পরের বেঞ্চে একজন পড়ুয়াকে বসতে বলা হয়েছে৷ যাতে দূরত্ব বিধি বজায় থাকে ৷ পড়ুয়াদের মতোই শিক্ষকদের মুখেও মাস্ক থাকা বাধ্যতমূলক৷ ইতিমধ্যেই কী কী স্বাস্থ্য বিধি মানতে হবে, সেই সংক্রান্ত গাইডলাইন স্কুলগুলিকে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতর ৷
পাশাপাশি স্কুলে ঢোকার সময় অভিভাবকদের সম্মতিপত্রও নেওয়া হয়েছে ৷ স্কুলে পড়ুয়াকে পাঠাতে অভিভাবকদের সম্মতি আছে কি না, সেটাই লিখিত ভাবে জেনে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ রায়গঞ্জ করোনেশন স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কয়েকশো ছাত্রছাত্রী রয়েছে৷ ভিড় এড়াতে তাদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আসতে বলা হয়েছে৷ যাতে একই দিনে স্কুলে বেশি পড়ুয়ার ভিড় না হয়৷
রায়গঞ্জ করোনেশন স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কয়েকশো ছাত্রছাত্রী রয়েছে ৷ ভিড় এড়াতে তাদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আসতে বলা হয়েছে ৷ যাতে একই দিনে স্কুলে বেশি পড়ুয়ার ভিড় না হয় ৷
Be the first to comment