রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপির

Spread the love

রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল বিজেপি৷ শুক্রবার লোকসভায় বিজেপি সাংসদ সঞ্জয় জসওয়াল রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেন৷ গতকাল, মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেই এই নোটিস দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে ৷

বৃহস্পতিবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে অংশগ্রহণ করেন ওয়েনাড়ের সাংসদ কংগ্রেসের রাহুল গান্ধী কিন্তু তিনি বাজেটের উপর একটিও কথা বলতে রাজি হননি৷ বরং কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে সমালোচনা করেন৷ একাধিক অভিযোগ করেন৷ কৃষক আন্দোলন চলাকালীন ২০০-রও বেশি কৃষক মারা গিয়েছে এই অভিযোগ তুলে দু’মিনিট নীরবতা পালন করেন৷ তার পর যখন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর এই আচরণের সমালোচনা শুরু করেন, সেই সময় লোকসভা ছেড়ে বেরিয়ে যান রাহুল ৷

তাঁর এই আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক হয়৷ কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রী অনুরাগ ঠাকুর ও স্মৃতি ইরানি লোকসভায় দাঁড়িয়েই রাহুল গান্ধির ওই আচরণের সমালোচনা করেন৷ সেই নিয়েই লোকসভায় রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*