রাজ্য বিজেপির সংবাদ সংগ্রহ করতে হলে যেতে হবে পাঁচতারা হোটেলে

Spread the love

ভারতীয় জনতা পার্টির রাজ্যের হেড অফিস ৬ নম্বর মুরলি ধর সেন লেন। উত্তর কলকাতার এই রাজ্য অফিসে একসময় দলীয় যাবতীয় কাজকর্ম হত। তখন রাজ্যে দল ছিল ছোট। আস্তে আস্তে দল বহরে বেড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই রাজ্য অফিসে স্থান সংকুলানে অসুবিধা হয়। পুরানো দিনের বাড়ি, গলির মধ্যে দলীয় নেতা-কর্মী বা সাংবাদিকদেরও গাড়ি রাখতে অসুবিধা হয়। সেই কারনে হেস্টিংসের আগরওয়াল হাউসের ৪টে ফ্লোর নিয়ে তৈরি হল বিজেপি দলের নতুন নির্বাচনী অফিস। সাংবাদিকদের আনাগোনাও বেশি এই হেস্টিংস অফিসকে ঘিরে। এই অবধি খবরে কোনও নতুননত্য নেই। কিন্তু বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন ঘোষণা হওয়ার পর এই হেস্টিংস অফিসেও সাংবাদিকদের চলাফেরা নিয়ন্ত্রিত করা হবে। কারও কারও মতে এখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। তাহলে সাংবাদিকরা বিজেপির সব খবর কভার করবেন কি করে? এরজন্য ঘাবড়াবার কিছু নেই। ব্যবস্থা করা হচ্ছে পাঁচতারা হোটেলের। শোনা যাচ্ছে হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালকে (HHI) বেছে নেওয়া হয়েছে এই কাজে। ভিন রাজ্য থেকে বিজেপির যেসব নেতারা বাংলায় আসবেন তাঁরাও থাকবেন এই হোটেলে। বলা যায় বিজেপি বিট কভার করতে আসা সাংবাদিকদের আনাগোনা হবে এই হোটেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*