”বাড়িতে থাকলেও মরতেন”, আন্দোলনকারী কৃষকদের মৃত্যু নিয়ে মন্ত্রীর মন্তব্যে নিন্দার ঝড়

Spread the love

আন্দোলনকারী কৃষকদের মৃত্যু নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তাঁর দাবি, বিক্ষোভরত যে কৃষকদের মৃত্যু হয়েছে, বাড়িতে বসে থাকলেও তাঁরা মারাই যেতেন । এই মন্তব্যের পর মন্ত্রী দালালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড় । এই ইশুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেসও ।

আন্দোলনরত ২০০ জন কৃষকের মৃত্যু” নিয়ে শনিবার হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে হাসতে হাসতে তিনি বলেন, ”তাঁরা কি বাড়িতে থাকলে মারা যেতেন না ? তাঁরা বাড়িতে থাকলে, সেখানেও মারা যেতেন । ৬ মাসে ১ থেকে ২ লাখ লোকের মধ্যে কি ২০০ জন মারা যান না ? তিনি আরও বলেন, কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে…নিজেদের কারণেই তাঁরা মারা যাচ্ছেন । তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।

উল্লেখ্য, কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভরত হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের বেশকয়েকজন কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে ও অন্যান্য নানা কারণে গত তিন মাসে মারা গিয়েছেন । স্বাভাবিকভাবেই কৃষক মৃত্যু নিয়ে দালালের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি নেটিজেন। মন্ত্রীকে ”অমানবিক” আখ্যা দিয়ে তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তারা । চাপের মুখে দালালের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ড্যামেজ কন্ট্রোলে তিনি বলেছেন, ”কেউ যদি এর দ্বারা আহত হন, তাহলে আমি ক্ষমা চাইছি । কেউ মারা গেলে আমি দুঃখিত হই ৷” কৃষক কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও দাবি করেছেন দালাল।

এদিকে এই ইশুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেস । দলের নেতা রণদ্বীপ সিং সুরজেওয়ালা টুইট করেছেন, বিক্ষোভরত অন্নদাতাদের নিয়ে এমন কথা শুধু একজন অমানবিক লোকই বলতে পারেন। আমাদের কৃষক ভাইদের বলিদান নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর এমন মন্তব্য ও হাসি খুবই দুঃখজনক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*