বিজেপিতে আসার আগে আশীর্বাদ চেয়ে দিদিকে মেসেজ করেছি: যশ

Spread the love

সমস্ত জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত। হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। এদিন বিজেপিতে যোগ দিয়েই যশের মুখে বদলের কথা। বললেন ‘সিস্টেমের মধ্যে থেকেই বদল করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। আমি এখনও নিজেকে ওনার ভাই বলি।’ নুসরতের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে কিনা সেটা নিয়েও মুখ খোলেন যশ। বলেন, ‘নুসরত আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব জীবিকার সূত্রে। আমাদের পেশা অভিনয়। নুসরত তাঁর মতাদর্শে তৃণমূলে রয়েছে আমি আমার মতাদর্শে বিজেপিতে। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলে রয়েছেন। কিন্তু আমরা আবার একসঙ্গে কাজ করব। রাজনীতির রঙ এখানেই থাক। টলিউডে রাজনীতির রঙ না লাগানোই ভালো।’

অন্যদিকে আজই বিজেপিতে যোগ দিলেন সৌমিলি বিশ্বাস ও পাপিয়া অধিকারী। মুকুল রায়, ও কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে পতাকা হাতে তুলে নেন তাঁরা।

আজ সকালেই জানা যায়, টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে। তালিকায় ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য। ছিলেন মুকুল রায় ও স্বপন দাশগুপ্ত।

আজ সকালেই বিজেপি সূত্রে খবর ছিল, গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা। গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সেই দলে ছিলেন সায়নী ঘোষও। তবে এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না, জানিয়েছেন সায়নী ঘোষ।

হিরণ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হলেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি।

প্রথমে আজকের যোগদান নিয়ে কোনও মন্তব্য করেন নি যশ। একেবারে মঞ্চে এসে চমকে দিলেন তিনি। অভিনেতা আরও জানান, সিদ্ধান্তটা হঠাৎ করে নিইনি, কাজ করতে চেয়েই রাজনীতিতে যোগ দিয়েছি। আর বিজেপি এমন একটি দল যারা সবসময় যুবসমাজের ওপর বরাবর ভরসা রেখেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*