হুগলির শ্রীরামপুরে এক সরস্বতী পুজোর মন্ডপে দাঁড়িয়ে একথা বললেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি আজ বলেন, “মানুষের রায়কে যারা খেলা বলছেন, আগামী দিনে তাঁদের ডোমজুরের মানুষ খেলা দেখিয়ে দেবে। তৃণমূল বুঝে গিয়েছে, তাদের পায়ের তলায় মাটি নেই। তাই গণতান্ত্রিক ভোটাধিকার লুট করে এরা ক্ষমতায় থাকতে চাইছে। সে সুযোগ এরা পাবে না। দেওয়াল লিখনেই স্পষ্ট যে পরিবর্তন আসছে।”
এদিন তিনি আরও বলেন, “২০১৬ সালে আমার জয় নিয়ে কেউ একটা কথা তুলতে পারেনি। আজকে তারা হেরে যাবে বলেই খেলা হবে বলতে হচ্ছে। এটা তাদের নৈতিক পরাজয়।” রাজীব বলেন, “তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সব থেকে বেশি ভোটে জেতাটা আমার কাছে কাল হয়েছিল। আমার জীবনে মানুষের আশীর্বাদটা তৃণমূলের কাছে অভিশাপ হয়েছিল। অনেক বাঁকা চোখে দেখেছে শীর্ষ নেতৃত্ব।”
Be the first to comment