অমিত শাহের সভার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাকদ্বীপ থেকে সাগর। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর প্রতিটি মোড়ে টহলদিচ্ছে পুলিশ।
আজ দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে সাগরদ্বীপে আসবেন শাহ। কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে নামখানার সভাস্থলে ফিরে আসবেন তিনি। পরে পরিবর্তন রথযাত্রার সূচনাও করবেন। তিনি যে যে জায়গায় নামবেন, প্রত্যেক জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিতের নিরাপত্তার থাকছে১৭০০ পুলিশকর্মী, ৭০ জন সিআরপিএফ, এবং এএসপি এবং ডিএসপি পদমর্যাদার বহু অফিসার। যেহেতু সাগরে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন শাহ,তাই দ্বীপ-জুড়ে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। শুধু সাগরের জন্য থাকছেন এএসপি এবং কম্যান্ডিং অফিসার পদমর্যাদার ৯ জন অফিসার, ডিএসপি পদমর্যাদার ২২ জন অফিসার, ৩৫ জন ইন্সপেক্টর, এবং ২১২ জন অন্যান্য পুলিশ আধিকারিক এবং ৫১০ জন পুলিশ কর্মী এবং ৭৩৫ সিভিক ভলেন্টিয়ার।
Be the first to comment