মমতা-অভিষেকের উপর ক্ষোভ উগরে আজই বিজেপি-তে হিরণ

Spread the love

বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলে ফের ভাঙন! টলিপাড়ায় আবারও পদ্মফুল ফুটতে চলেছে। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা তথা তৃণমূল যুব সহ সভাপতি হিরণ। বৃহস্পতিবার একথা জানান অভিনেতা।

তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অসন্তোষ প্রকাশ করে শেষমেশ পদ্ম পতাকা হাতে তুলছেন হিরণ।

হিরণ বলেন, ‘আজই বিজেপি-তে যোগ দিচ্ছি। আমি সাধারণ পরিবারের ছেলে। তাই সাধারণ মানুষের দুঃখ-যন্ত্রণা বুঝতে পারি। বাংলায় পরিবর্তন হবে এই আশাতেই তৃণমূলে যোগ দিয়েছিলাম। দেখলাম, পরিবর্তন হল কয়েকজন বিশিষ্টদের, তাঁদের জীবনযাত্রায়। বাংলায় পরিবর্তন বলতে শুধু নীল-সাদা রং দেখলাম।’

এরপরই অভিষেকককে নিশানা করে হিরণ বলেন, ‘আমি সভাপতিকে বছরের পর বছর ধরে ফোন-মেসেজ করেছি। কিন্তু, কোনও জবাব পাইনি। কোনও যোগাযোগ করেননি। শুধু ভোট এলেই ওঁর সহকারী ফোন করে প্রচারের জন্য যেতে বলতেন। মুখ্যমন্ত্রীকেও সমস্যার কথা যখনই জানিয়েছি, তখন উনি বলেছেন সভাপতির সঙ্গে কথা বলো।’

বিজেপিতে যোগদান প্রসঙ্গে হিরণ এদিন বলেন, ‘সাধারণ মানুষ যা চাইছেন, সেটাও তো ভাবতে হবে। প্রধানমন্ত্রী মোদীর যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে বিপুলভাবে সমর্থন করছেন মানুষ। রাজনীতির বড় অংশ হল মানুষ। মানুষ বিশ্বাস করছে, মোদীজির নেতৃত্বে বাংলায় উন্নয়ন হবে। সেই আশা রয়েছে। কেন আমাদের রাজ্যের ছেলেরা ওড়িশায় গিয়ে কাজ করতে যাবেন? এখানে কেন কর্মসংস্থান নেই? পশ্চিমবঙ্গে অলক্ষ্মী রয়েছে, সেই অলক্ষ্মী দূর করে লক্ষ্মী আনতে হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*