করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

Spread the love

করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর বাড়িতেই তিনি চিকিৎসাধীন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন মন্ত্রী।
জানা গিয়েছে বেশ কিছুন ধরেই জ্বর, কাশির মতো উপসর্গ ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের। এরপরেই চিকিৎসকের পরামর্শে বুধবার করোনা পরীক্ষা করেন তিনি। রিপোর্ট আসে পজিটিভ।

উল্লেখ্য, করোনা যখন দাপুটে মাত্রায় রাজ্যে প্রভাব ফেলেছিল তখন মুখ্যমন্ত্রীর কথা মেনে বাড়িতেই ছিলেন এই প্রবীণ মন্ত্রী। তবে ভোটের আবহে করোনার দাপট কিছুটা কমতেই ময়দানে নেমেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর এরপরেই করোনা আক্রান্ত হলেন।

জানা গিয়েছে সরস্বতী পুজোর দিন নিজের বারিতে পুজো করার সঙ্গে সঙ্গে তৃণমূল ভবনেও পুজো করেন তিনি। এর দিন দুই-তিন আগে কোমরে ইনজেকশন নিতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী। ফলে কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন, তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গই দেখা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*