আহত মন্ত্রী জাকির হোসেনের তদন্তভার নিল সিআইডি

Spread the love

বোমায় আহত মন্ত্রী জাকির হোসেন এর তদন্তভার নিল সিআইডি ৷ ঘটনার পর রেল পুলিশ তদন্ত করছিল৷
অন্যদিকে আহত মন্ত্রীকে কলকাতায় নিয়ে আসা হয়েছে৷ এসএসকেএম ট্রমা কেয়ারে রয়েছেন তিনি৷ চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। আজ,বৃহস্পতিবার জাকিরের অস্ত্রোপচার৷

ইতিমধ্যেই ওই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তে আজিমগঞ্জ জিআরপি। পাশাপাশি তদন্তভার নিল সিআইডি৷ সকালে ঘটনাস্থলে যায় সিআইডি-র বম্ব স্কোয়াড।যাচ্ছে ফরেন্সিক দল।

আজ ভোর ৫টা নাগাদ মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়৷ আহত আরও ৬ জনকেও এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ আরও বেশ কয়েক জন আহতকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হবে বলে খবর৷

হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক স্প্লিন্টারের আঘাত রয়েছে। এছাড়া গোড়ালির হাড় ভেঙে গিয়েছে৷ শরীরের একাধিক জায়গায় প্লিন্টারের আঘাত রয়েছে।

রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের৷ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তারপর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মন্ত্রীকে ভরতি করা হয়৷ সেখান থেকে তাকে নিয়ে আসা হল এসএসএকএম হাসপাতালে৷

রাজ্যের মন্ত্রী ছাড়াও মুর্শিদাবাদ জেলার নাম করা ব্যবসায়ী জাকির হোসেন। কে বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছুঁড়ল তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে সিআইডি। এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা বড়সড় প্রশ্নের মুখে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*