নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলাতে ভোট কর্মীদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। আজ মেদিনীপুর কলেজের অডিটোরিয়ামে মাস্টার ট্রেনারদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবির শুরু হয়। জেলা নির্বাচন দফতর থেকে ৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল ঘাটাল, খড়গপুর এবং মেদিনীপুর মহকুমার প্রশাসন।
আজ মেদিনীপুরে তিনটি মহকুমার প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা নির্বাচন দফতর সূত্রে বলা হয়েছে, ২১০ জন মাস্টার ট্রেনার ভোট কর্মীদের প্রশিক্ষণ দেবেন। ২০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে যে কোনও ১০ দিন চলবে ওই প্রশিক্ষণ। করোনা পরিস্থিতির কারণে ভোটারদের দৈহিক দূরত্বের কথা মাথায় রেখে বুথ সংখ্যা বাড়ানো হবে জেলাগুলিতে।
Be the first to comment