আগামী ২৮শে ফেব্রুয়ারি বাম ব্রিগেড জনসভা। ওই ব্রিগেডে থাকার কথা সিপিএম ও সহযোগী দলগুলি ছাড়া কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-সহ আরজেডি, এনসিপি নেতৃত্বেরও।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি বলেছিলেন, ‘অত সোজা খেলা নয়। হয়ে যাক একটা খেলা। গণতন্ত্রের খেলা। রাজনীতির খেলা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করবেন? একদিকে আপনারা থাকবেন। কংগ্রেস, সিপিএমকেও দিয়ে দিলাম। যগাই, মাধাই ও গদাই থাকবে একসঙ্গে। আর একা তৃণমূল। আমি কিন্তু গোলরক্ষক। খালি দেখব কটা গোল দিতে পারেন। খেলায় কে জেতে, কে হারে।’
Be the first to comment