IED ব্যবহার করেই কি বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল? উঠে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, সন্দেহ বাড়িয়েছে বিস্ফোরণস্থলের কিছুটা দূর থেকে উদ্ধার হওয়া একটা তারের টুকরো। আর সেইসঙ্গে রেললাইন থেকে পাওয়া ব্যাটারির ২টো টুকরো। এখন এগুলি IED-র অংশ কিনা, তা নিশ্চিত হতে ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এখন নমুনায় পাওয়া রাসায়নিক পদার্থ যদি ব্যাটারি ও তারের টুকরোতেও মেলে, তবে IED ব্যবহার করে বিস্ফোরণের তত্ত্ব-ই জোরালো হবে।
Be the first to comment