নীতি আয়োগ নিয়ে অতীতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে শনিবার নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে সম্ভবত যোগ দিচ্ছেন না মমতা। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই প্রসঙ্গে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘২০ ফেব্রুয়ারি নীতি আয়োগের বৈঠকে নাও থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ উল্লেখ্য, এর আগেও নীতি আয়োগের বৈঠক এড়িয়েছিলেন মমতা।
নেতাজি জন্মজয়ন্তীতে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘যোজনা কমিশন রেখে নীতি আয়োগ করা যেত। ১৪ হাজার কোটি টাকা দিয়ে আপনারা সংসদ তৈরি করছেন, যার এখনই কোনও প্রয়োজন ছিল না। অথচ, একবারও তো বলেননি আজাদ হিন্দ ফৌজ নিয়ে সৌধ করা উচিত। আমরা দেখিয়ে দেব কী করে করা যায়।’
Be the first to comment