যেমন প্রত্যশিত ছিল তেমনটাই হল। ম্যাচ জুড়ে টানটান উত্তেজনা। এই না হলে ডার্বি। অবশেষে ডার্বির ফলাফল ৩-১ এটিকে মোহনবাগানের পক্ষে। বেশ কিছু সুযোগ হারানোর খেসারৎ দিতে হয় SC ইস্টবেঙ্গলকে।
এদিন প্রথমার্ধে দুরন্ত লড়াই হয় যুযুধান দুই পক্ষের মধ্যে। আক্রমণ প্রতি আক্রমণ জেরবার দু’দলেই। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল পায় এটিকে মোহনবাগান। গোলদাতা সেই রয় কৃষ্ণ। তিরির দেওয়া লং বলকে কাজে লাগিয়ে সেটাকে গোলে পরিণত করেন রয় কৃষ্ণা। একইসঙ্গে ডার্বিতে গোল না পাওয়ার আক্ষেপও মিটল। এই ফিজিয়ান স্ট্রাইকারকে আটকাতে ব্যর্থ ইস্টবেঙ্গল ডিফেন্স। আরও একবার ডিফেন্সের ভগ্নদশা স্পষ্ট ইস্টবেঙ্গলের।
এরপর চেষ্টা চালিয়ে যান লাল-হলুদ ফুটবলাররা। কিন্তু গোলে পরিণত করতে ব্যর্থ হন তাঁরা। ম্যাচের ৪১ মিনিটে তিরির আত্মঘাতী গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে দুই পক্ষই গোল করার জন্য মরিয়া হয়ে পড়ে। ইস্টবেঙ্গল অ্যাটাক ভালো করলেও ডিফেন্সে দুর্বলতা আবারও প্রকট হয়। ম্যাচের ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ATK মোহনবাগান। এরপর ম্যাচের একেবারে শেষলগ্নে রয় কৃষ্ণর বাড়ানো পাস থেকে গোল করে ম্যাচের ফলাফল ৩-১ করে মিডফিল্ডার জেভিয়ার হার্নান্দেজ। ম্যাচ জিতে লিগে শীর্ষস্থান ধরে রাখল ATK মোহনবাগান।
উল্লেখ্য, আইএসএল-এ এর আগের ডার্বিতেও ইস্টবেঙ্গলকে পরাজিত করেছিল মোহনবাগান।
Be the first to comment