কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি হোক রাজ‍্য‍ বাজেট: প্রধানমন্ত্রী

Spread the love

কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি হোক রাজ‍্য বাজেট। আজ নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কর্পোরেট কর ছাড়ের সুবিধা নেওয়ার জন্য় রাজ‍্যগুলিকে আহ্বাণ করেন তিনি।

আজ নীতি আয়োগের ষষ্ঠ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রীদেরও ওই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে।

আজকের বৈঠকের বিষয়গুলি হল মূলত কৃষি, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য় ও পুষ্টি সহ বিভিন্ন বিষয়ের মানোন্নয়ন।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী প্রথমেই আত্মনির্ভর ভারত প্রকল্পের প্রশংসা করে জানান, আত্মনির্ভর ভারত প্রকল্প সারা বিশ্বের কাছে শ্রেষ্ঠত্বের তকমা পেয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ২ কোটি ৪০ লাখ গৃহ নির্মাণ হয়েছে। দরিদ্রদের মাথায় ছাদ দেওয়ার কাজ চলছে। একই সঙ্গে তিনি জানান, গরিবদের জীবনযাত্রায় উল্লেখযোগ‍্য‍ পরিবর্তন হয়েছে।

আজকের বৈঠকে কেন্দ্র ও রাজ‍্য সমন্বয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রপ্তানিতেও জোর দেওয়া হচ্ছে এবং দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের যথেষ্ঠ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই মন্তব‍্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই সিদ্ধান্ত কেন্দ্রের একদলীয় সরকারের ভাবনা। এটা গণতন্ত্রের জন‍্য বিপজ্জনক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*