গঙ্গাসাগরকে পর্যটকদের কাছে অন্যতম স্থান করে তুলতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।ইতিমধ্যেই গঙ্গাসাগরের বিভিন্ন বিচ-কে ঢেলে সাজিয়েছেন তিনি। শুধু বিচ নয় গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় উন্নয়নের আলো পৌঁছে দিয়েছেন। রূপসাগর বিচ থেকে শুরু করে ভোরসাগর বিচকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঢেউসাগর বিচ-এ নিজে পরিদর্শন করতে যান এবং সঙ্গে থাকা মুখ্যসচিব মলয় দে’কে বলেন, ভোরসাগর যাতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে তার সবরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। মৎসজীবিদের কথা মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। মোহনা এলাকাগুলির সৌন্দর্য্য বৃদ্ধি করতে ইতিমধ্যেই নানান পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার গঙ্গাসাগর সফরে এসে মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য আরো কি কি পদক্ষেপ গ্রহণ করলে গঙ্গাসাগর এলাকার সাধারণ মানুষের জীবন ধারন আরো সুন্দর হয়ে ওঠে সে দিকে নজর রাখা। মুখ্যমন্ত্রীর দাবী আগামী দিনে চমকে দেবে গঙ্গাসাগর। এতে খুশি মৎসজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment