একুশের ভোটের অপেক্ষায় প্রহর গুনছে বাংলা। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, সে নিয়ে জোর চর্চা চলছে। এই প্রেক্ষাপটে ভোটের দিনক্ষণের সম্ভাব্য সময়সূচি আগাম জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ অসমে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিলেন, মার্চের প্রথম সপ্তাহেই অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে পারে।
অন্যদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কমিশনের আগে মোদী কীভাবে নির্বাচন ঘোষণার সম্ভাব্য সময়সূচি নিয়ে কথা বললেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
Be the first to comment