ভোটমুখী বাংলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে CBI-এর নোটিশ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। এই ঘটনাকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছে বঙ্গ বিজেপি। এই ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবরের পরিণতির কথা স্মরণ করিয়ে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন দিলীপ বলেন, ‘লালুপ্রসাদ জেল থেকে জিতেছেন? জেনে রাখুন জেলে থাকলে কী হয়। উনি তো ১৮ টা গোল খেয়েছেন লোকসভা নির্বাচনে। এবার ২০০ গোল দেব। লালুপ্রসাদ যাদব তো জীবন্ত উদাহরণ।রুটি-ভাত কিছুই খেতে পারছেন না, এত সুগার হয়েছে। উনি যদি চান, সে সুযোগ আসবে। সবে তো হাত পৌঁছেছে CBI-এর।’
উল্লেখ্য, রবিবার সকালে কালীঘাটে অভিষেকের বাড়িতে যায় CBI দল। কয়লা পাচারকাণ্ডে টাকার হদিশ পেতে অভিষেক-পত্নী রুজিরাকে নোটিশ দিতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। স্ত্রীর পাশাপাশি অভিষেকের শ্যালিকাকেও নোটিস দিয়েছে CBI। বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
এই প্রেক্ষিতে রবিবার ভাষা দিবসের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না। আমায় যদি জেলে পাঠান, আমি জেলে গিয়েও লড়াই করব। বঙ্গবন্ধুর মতোই ডাক দেব, জয় বাংলা।’ অভিষেকের বাড়িতে CBI হানার ঘটনার প্রতিক্রিয়াই মমতার বক্তব্যে প্রতিফলিত হয়েছে বলে মনে করছে রাজনৈতক বিশ্লেষকদের একাংশ। তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যের পালটা এদিন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেলবন্দি RJD সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের উদাহরণ যেভাবে টানলেন তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
তবে এদিন দিলীপের বক্তব্যের পালটা তৃণমূল সাংসদ সৌগত রায় এদিন বলেন, ‘দিলীপ ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে। ওরাও তো ২২টা গোল খেয়েছে লোকসভা নির্বাচনে। অমিত শাহকেও জেলে থাকতে হয়েছিল। জেলে পাঠানোর কথা বলে লাভ নেই।’
অন্যদিকে, CBI নোটিশের জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সোমবার CBI-কে একটি চিঠি দিয়েছেন তিনি। জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ৩টের মধ্যে CBI-এর মুখোমুখি হতে প্রস্তুত তিনি। তবে, ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে, তা জানেন না বলেই চিঠিতে উল্লেখ করেছেন রুজিরা বন্দ্যোপাধ্য়ায়। চিঠিতে তিনি জানিয়েছেন, কালীঘাটে নিজের বাসভবন শান্তিনিকেতনেই CBI আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি।
Be the first to comment