তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা স্থানান্তরিত হল ব্যাংকশাল মেট্রোপলিটন আদালতে। প্রকাশ্যে “দুর্নীতিগ্রস্ত” বলে তোপ দাগায় ২০১৯ সালে অমিত শাহর বিরুদ্ধে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ২২ ফেব্রুয়ারী সোমবার সেই মামলায় অমিত শাহর বা তাঁর প্রতিনিধিকে এমপি-এমএলএ আদালত হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই আজ আদালতে তাঁর প্রতিনিধি আদালতে হাজিরাও দিয়েছিলেন। কিন্তু অমিত শাহকে পাঠানো সমনে ঠিকানা ভুল থাকায় মামলার শুনানি পিছিয়ে গেল। মামলাটি স্থানান্তরিত করা হল মেট্রোপলিটন আদালতে।
২০১৮ সালের ২৮ আগস্ট কলকাতার মেয়ো রোডের একটি জনসভায় থেকে অভিষেকের বিরুদ্ধে সমালোচনা করেন অমিত শাহ। অমিত শাহ সেদিন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন । সেই অভিযোগের ভিত্তিতেই অমিত শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অভিষেক দাবি করেছিলেন, তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। তাঁর বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ কোনওভাবেই তিনি মেনে নেবেন না। এর জন্য তিনি দাবি করেছিলেন শাহ যেন তাঁর কাছে ক্ষমা চান। সেই মামলার শুনানিতেই গত ১৯ ফেব্রুয়ারি বিধাননগরের বিধায়ক-সাংসদদের জন্য বিশেষ এমপি-এমএলএ (MP-MLA Court) আদালত অমিত শাহকে সমন পাঠায়। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, ২২ ফেব্রুয়ারি অমিত শাহকে আদালতে হাজিরা দিতে হবে। কোনও কারণে তিনি আসতে না পারলে তাঁর কোনও প্রতিনিধিকে আদালতে পাঠাতে হবে।
এদিকে এই সমন পেয়ে সোমবার বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আইনজীবী ব্রিজেশ ঝা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শুভদীপ সাহাও আদালতে হাজির হন । তবে, অভিষেকের করা মামলায় অমিত শাহর ঠিকানা ‘ভুল’ থাকায় এদিন মামলার শুনানি হল না । অমিত শাহর আইনজীবী ব্রিজেশ ঝা’র দাবি, অমিত শাহকে যে ঠিকানায় সমন পাঠানো হয়েছে, সেটি তাঁর সরকারি ঠিকানা নয়। সেটি বিজেপির সদর দপ্তরের ঠিকানা। সঠিকভাবে ঠিকানা দিয়ে ফের স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত । এবং এমপি-এমএলএ আদালত থেকে মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে। আগামী ২২ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে মেট্রোপলিটন কোর্টে।
Be the first to comment