সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ প্রতীক্ষিত নোয়াপাড়া-দক্ষিনেশ্বর মেট্রো রেলের পরিষেবার সূচনা করলেন। এইপ্রকল্পকে নর্থ-সাউথ মেট্রো সম্প্রসারণ বলা হচ্ছে । রাজ্যে বিধানসভা নির্বাচন এই ঘোষণা বিজেপি-র পালে হওয়া টানবে বলেই রাজনৈতিক মহলের অভিমত। এই প্রকল্পের মাধ্যমে কালীঘাটে মায়ের দর্শন করে দক্ষিণেশ্বরের ভবতারিণী দর্শনের সুবিধা খুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ঘটিয়ে পশ্চিমবঙ্গে নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।
এই প্রকল্পের সুবিধা হচ্ছে, ৫০ হাজার যাত্রী দৈনিক এই মেট্রো প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। দক্ষিনেশ্বর থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ ৬২ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। সড়ক পথে এই রাস্তা যেতে সময় লাগে ১৫০ মিনিট। এসপ্লানেডে থেকে দক্ষিনেশ্বর যেতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট। আর এই যাত্রা হবে দূষণমুক্ত। এর ফলে বেলুড়, বালি, উত্তরপাড়া, ডানকুনি, ব্যারাকপুর,কামারহাটি, ডানলপের মতো জায়গায় বসবাসকারী মানুষদের যাতায়াত সুবিধাজনক হবে। শুধু এটাই নয় এ ছাড়াও পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেইন লাইনের যাত্রীরা কাটোয়া-হাওড়া-তারকেশ্বর শাখা এবং ডানকুনি-শিয়ালদা লাইনের যাত্রীরা সহজেই মেট্রো রেলের সুবিধা পাবেন।
এছাড়াও আজিমগঞ্জ থেকে খাগড়াঘাট রোড পর্যন্ত ১৪.৬০ কিলোমিটার রেল লাইনের সম্প্রসারণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এর ফলে হাওড়া,ব্যান্ডেল, আজিমগঞ্জ শাখায় রেলযাত্রা ও পরিকাঠামোর উন্নতি হবে। এর ফলে সাগরদিঘি ও ফারাক্কা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উঅপকৃত হবে। পাশাপাশি ডানকুনি-বারুইপাড়া ১১.২৮ কিলোমিটার চতুর্থ লাইনে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে যাত্রীবাহী ট্রেন চলাচল আরও সহজ হবে। হাওড়া-ডানকুনি কর্ড লাইনের ডানকুনি-বারুইপাড়া শাখায় ট্রেন চলাচল সহজ হবে। চালু হলো রসুলপুর-মোগরার মধ্যে ৪২.৪২ কিলোমিটার তৃতীয় ট্রেন লাইন। কলাইকুন্ডা ও ঝাড়গ্রাম-এর মধ্যেও ৩০ কিলোমিটার রেল লাইন-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী।
এক কথায় রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতধরে রাজ্যের মেট্রো ও সাধারণ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ ও স্বাছন্দের একটা দিগন্ত খুলে গেল পশ্চিমবঙ্গে।
আজ চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে।মেট্রো সূত্রে খবর, কাজের দিনে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ১৫৮টি ট্রেন। ছুটির দিনে ১৫৬টি ট্রেন চলবে। অফিসটাইমে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ৯টায়। যাত্রাপথের কিলোমিটার বাড়লেও মেট্রোর সর্বোচ্চ ভাড়া থাকছে সেই ২৫ টাকাই থাকছে । সপ্তাহের কাজের দিনে দক্ষিণেশ্বের থেকে নিউ গড়িয়ার মধ্যে আপডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে।
এর পাশাপাশি, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের একটি অনুষ্ঠানে এদিন যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, হুগলির চুঁচুড়ার ডানলপ ময়দানে প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক সভাও করবেন। রাজ্যের জন্য মেট্রো ও রেল প্রকল্প সম্প্রসারণের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকর ,পীযূষ গোয়াল, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরীর উপস্থিত থাকার কথা। তবে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে যাচ্ছেন না।
Be the first to comment