মা’ প্রকল্পের পাল্টা এবার ‘মাছে ভাতে বাঙালি’ কর্মসূচি নিল বিজেপি

Spread the love

রাজ্য সরকারের ‘মা’ প্রকল্পের পাল্টা এবার ‘মাছে ভাতে বাঙালি’ কর্মসূচি নিল বিজেপি। পূর্ব মেদিনীপুরে এগরায় সাধারণ মানুষের সঙ্গে মাটিতে বসে এমনই মধ্যাহ্নভোজ সারলেন দলের নেতারা।

তাঁরা আরোও জানালেন, স্রেফ এগরা নয়, আগামী দিনে কাঁথির বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে। কয়েকদিন আগেই নবান্ন থেকে ভার্চুয়ালি ‘মা’ প্রকল্পের সূচনা করেন তিনি। এই প্রকল্পে গরিবদের ৫ টাকায় ভাত-ডাল, ডিম ও সবজির তরকারি দেওয়া হবে। আপাতত এই প্রকল্প চলছে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ১৬টি বরো এলাকায়।

বিজেপি নেতারা এদিন জানিয়েছেন, ‘বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আগামীদিন বিভিন্ন এলাকায় এই ‘মাছে ভাতে বাঙালি’ অনুষ্ঠান করা হবে। সকাল যেমন চা-এ পে চর্চা হয়, তেমনি দুপুরে খাওয়া-দাওয়ার ফাঁকে তেমনই চর্চা চলবে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*