নতুন বছরে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সব ঠিকঠাক থাকলে খুব শিগগির তাঁদের আর্থিক প্রাপ্তির সম্ভাবনা আছে। কারণ কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই পর্যায়ে কর্মচারীদের ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি নিয়ে চিন্তাভাবনা চলছে সরকারি স্তরে। সূত্র উদ্ধৃত করে বুধবার এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
এছাড়া কর্মচারীদের যে এরিয়ারের টাকা বকেয়া আছে তাও মিটিয়ে দেওয়া হতে পারে। আগামী মার্চ মাসের শেষের দিকে দোল। তার আগেই নরেন্দ্র মোদী সরকার এই সমস্ত ‘উপহার’ ঘোষণা করতে পারে বলে খবরে প্রকাশ। এর ফলে প্রায় ৩৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন।
যদি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি করে এবং বকেয়া ৪ শতাংশ এরিয়ার মিটিয়ে দিলে ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৫ শতাংশ পর্যন্ত নতুন DA যুক্ত হতে পারে। এর সঙ্গেই ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ DA এখনও যুক্ত হয়নি। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে।
সপ্তম পে কমিশনের বিধি অনুসারে, DA বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ট্রাভেল অ্যালাউন্স-ও (TA) বৃদ্ধি পাবে। ফলে একবার DA বৃদ্ধির কথা ঘোষণা করা হলে কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি নজরে আসবে।
শুধু সরকারি কর্মচারী নয়, DA বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় আছেন ৫৮ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কারণ এর সঙ্গে তাঁদের ডিয়ারনেস রিলিফের (DR) সরাসরি যোগাযোগ আছে। স্বাভাবিকভাবে DA বাড়লে DR-ও বাড়বে।
Be the first to comment