রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা মার্চের প্রথম সপ্তাহে

Spread the love

মার্চ মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে পারে। আগামী ২ মার্চ জাতীয় নির্বাচন কমিশন এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে বৈঠক ডেকেছ। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই এই নিয়ে বৈঠকে বসেছিল। এই বৈঠকে রাজ্যের নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাজ্যের আইনশৃঙ্খলার দিকে নজর দিয়ে রাজ্যে ৬ থেকে ৮ দফায় বিধানসভা নির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ২ মার্চের বৈঠকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।

প্রথমে ঠিক ছিল পশ্চিমবঙ্গে ৫ দফায় বিধানসভা নির্বাচন হবে। কিন্তু রাজ্যে একদিকে করোনা পরিস্থিতি অন্য দিকে রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি, এই কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশন এখন ৬ থেকে ৮ দফায় বিধানসভা নির্বাচন করার কথা ভাবছে। নির্বাচন কমিশন সূত্রে যতটা জানা যাচ্ছে তাতে ২ মার্চের বৈঠকে ৬ থেকে ৮ দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণার সম্ভাবনা প্রবল।

আগামী ২ মার্চের বৈঠকে রাজ্যে ভোটের আগে টাকা দিয়ে ভোটেরদের প্রভাবিত করা, ঢালাও মদ বিক্রি রোখার বিষয়ে আলোচনা হবে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের স্পর্শকাতর বুথগুলিকে কী করে নিরাপদে রেখে, সেনা বাহিনী মোতায়েন করে শান্তি বজায় রেখে নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণ করা যায় সেই বিষয়ে গুরুত্ব পদক্ষেপ করবে। ইতিমধ্যেই জেলার কোন কোন বুথগুলি স্পর্শকাতর তা নিয়ে জেলা প্রশাসনের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ২ মার্চের বৈঠকের পর রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে আলোচনার পর রাজ্যে ভোটের দিনক্ষণ ও কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

তবে এর আগে আগামী ২ মার্চ সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ। এই বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা ছাড়াও উপস্থিত থাকবেন রাজস্ব সচিব। থাকবেন শুল্ক, আয়কর ও আর্থিক গোয়েন্দা শাখার শীর্ষ কর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*