ঠাকুরনগরের সভায় বৃহস্পতিবার হাজির হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া অধুষ্যিত ঠাকুরনগরে গিয়ে তিনিও CAA নিয়ে সরব হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পাল্টা বলেছেন, ‘CAA নিয়ে ভাওতাবাজি করা হচ্ছে। ১৩০ কোটির দেশে টিকাকরণ শেষ হলে নাগরিকত্ব দেবে বলছে! টিকাকরণ প্রক্রিয়া শেষ হতে ৯ বছর সময় লাগবে। আপনারা দেশের নাগরিক না হলেও নরেন্দ্র মোদীও অবৈধ।’
তিনি বলেন, ‘আপনি CBI-ED যা পারবেন, লাগিয়ে দিন, কিছু করতে পারবেন না।’ মঙ্গলবারই CBI আসার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলার তদন্তে তৃণমূল সাংসদ অভিষেকের স্ত্রী রুজিরাকে জেরা করতে সকালেই আসার কথা ছিল CBI-এর। তার আগেই নাটকীয় মোড়। অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’ পৌঁছন মমতা। মিনিট দশেক থাকার পরে তিনি বেরিয়ে আসেন।
তাৎপর্যপূর্ণভাবে তার কিছুক্ষণের মধ্যে CBI টিম আসে। তারপর থেকে একটি মাত্র টুইট ছাড়া চুপ ছিলেন তিনি। মুখ খুললেন এদিনের সভায়।
Be the first to comment