কলকাতায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটার চেপে নবান্নে যাওয়া-আসা করলেন। আর সেই দিনই কোচবিহারে দিনভর সাইকেল চালিয়ে প্রতীকী প্রতিবাদ করলেন জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়।
দলীয়, সরকারি এবং ব্যক্তিগত যাবতীয় কাজকর্ম সারলেন সাইকেলে করেই। অন্য দিকে হুগলিতে পেট্রল পাম্পে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পেট্রোল – ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি তৃণমূল কর্মীদের রাজ্য জুড়ে বিক্ষোভ-মিছিলের নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা। নিজে একাধিক জনসভা ও কর্মসূচিতে লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।
Be the first to comment