পামেলাকাণ্ডে এবার নোটিশ গেল বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পান্ডার কাছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।
লালবাজার সূত্রে খবর, অনুপম হাজরা এবং শঙ্কুদেবকে জিজ্ঞাসা করে বেশ কিছু তথ্য মিলতে পারে। পামেলাকাণ্ডে এর আগেই গ্রেফতার করা হয় রাকেশ সিং-কে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালাল কলকাতা পুলিশ। প্রায় ৪৫ মিনিট ধরে তল্লাশি চালানো হয়।
প্রসঙ্গত, কোকেন কাণ্ডে ধৃত বিজেপি যুব মহিলা মোর্চা নেত্রী পামেলা গোস্বামী আজ দাবি করেছেন যে রাকেশ সিংয়ের ছেলেও ষড়যন্ত্রে জড়িত আছে। একইসঙ্গে এদিন তিনি রাকেশ সিংয়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। যদিও অনুপম হাজরা এবং শঙ্কুদেবের তরফ থেকে চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়নি।
Be the first to comment