শুক্রবার বিকেলে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ঠিক তার আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজোয় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো, মন্ত্রপাঠ, যজ্ঞ-একের পর এক করলেন নিয়ম মেনেই। অভিষেকের পাশে পুজোয় বসতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও।
মমতার বাড়িতে কালীপুজোর অনুষ্ঠান খুব বড় করেও হয়। কিন্ত শুক্রবারের পুজোয় দেখা গেল বাড়ির কনফারেন্স হলে পুজো করাচ্ছেন পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। তাঁর সামনেই মুখে মাস্ক পরে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহল মনে করছে, আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই হয়ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল দলে অন্তত সেটাই রীতি। ভোট ঘোষণার দিন বা তার পরের দিন ঘোষণা হয়ে যায় প্রার্থী তালিকা। তার আগেই ধূমধাম করে পুজো রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment