পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে (আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির) ভোটের নির্ঘন্ট ঘোষনায় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনাপর সুনীল অরোরা।
স্বাস্থ্য নিরাপত্তার জন্য এবার পাঁচ রাজ্যেই ভোট কেন্দ্র হতে চলেছে এক তলায়। রাজ্যে পোলিং স্টেশনের সংখ্যা ১লক্ষ ১হাজার ৯১৬টি। ২০১৬ সালের তুলনায় যা ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়্ছে। প্রচারের সময় বৃদ্ধি করা হয়েছে। বাড়ি, বাড়ি গিয়ে প্রচারে লোকসংখ্যা নির্দিষ্ট থাকবে।
পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬। পশ্চিমবঙ্গে ভোট ২৯৪টি আসনে, থাকবে লক্ষাধিক বুথ।
পশ্চিমবঙ্গ ছাড়াও ভোটের নির্ঘণ্ট এ দিন ঘোষণা হচ্ছে তা হল অসম, কেরল, পুদুচেরি ও তামিলনাড়ু। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে। অসমে ৩১ মে এবং তামিলনাড়ুতে ২৪ মে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। বর্তমান বিধানসভার মেয়াদ কেরলে ১ জুন এবং পুডুচেরিতে ৮ জুন শেষ হচ্ছে।
একটি বুথে সর্বোচ্চ ভোটদাতার সংখ্যা ১০০০। ভোটারদের স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে। ভোট প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মীদের শরীরের দিকেও লক্ষ্য রাখা হবে। যত সংখ্যক ভোট কর্মী তত সংখ্যকই নিরাপত্তারক্ষী। করোনা আবহে বিহার বিধানসভা ও রাজ্যসভার ১৪ আসনে নির্বাচন সাফল্যের সঙ্গে পরিচালনা করেছে নির্বাচন কমিশন। বয়স্ক নাগরিকদের জন্য পোস্টাল ব্যালট, প্রয়োজনে বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করে আনা হবে।
এদিকে নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ হচ্ছেন অজয় নায়েক। বিবেক দুবে পশ্চিমবঙ্গ নির্বাচনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হচ্ছেন। তিনি ২০১৯ সালেও রাজ্যের পর্যবেক্ষক থাকছেন। সঙ্গে রয়েছেন মৃণাল কান্তি দাশ। তিনি উনিশের ভোটে ত্রিপুরার পর্যবেক্ষক ছিলেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের আয়-ব্যায়ের পর্যবেক্ষক বি মুরলী কুমার। সব রাজ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে আধাসেনা। পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। অনলাইনেই জমা দেওয়া যাবে মনোনয়ন পত্র। জামানতও অনলাইনেই।
স্পর্শকাতর বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। করোনার কথা মাথায় রেখে ১ ঘণ্টা বাড়ছে ভোট গ্রহণের সময়সীমা। ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন। সকল পোলিং অফিসারদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে।
বিস্তারিত আসছে…
Be the first to comment