নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভোট সূচি কী নরেন্দ্র মোদী অমিত শাহের কথায় হয়েছে?’ ভোটে সূচি দেখে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন, ‘পার্টি অফিস থেকে যে তালিকা এসেছিল এদিন হুবহু তাই ঘোষণা করল কমিশন’।
বেনজিরভাবে এবারে রাজ্যে আট দফায় ভোট। উল্লেখ্য, ২০১৬ সালে সাত দফা নির্বাচন দেখেছিল রাজ্য। নির্বাচন কমিশনের ভোটসূচি অনুযায়ী এক একটি জেলাকে একাধিক ভাগে ভেঙে একাধিক দিনে ভোটের দিন ধার্য করা হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে ক্ষুব্ধ মমতা বলেন, ‘কাকে সুবিধে করে দিতে এই সূচি! দক্ষিণ ২৪ পরগণায় আমাদের জোর বেশি তাই কি সেখানে তিন দফায় ভোট?’
বাংলায় ৮ দফা নির্বাচনের সূচি ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল,চতুর্থ দফা ১০ এপ্রিল,পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট ২৯ এপ্রিল।
Be the first to comment