বাংলায় আট দফায় বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। কেন এত দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন, গতকালই তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রেক্ষাপটে এবার ভোটমুখী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একদফায় ভোট হবে।’ বালুরঘাটে একটি চা চক্রে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় BJP ক্ষমতায় এলে একদফায় ভোট হবে। এটা আত্মসম্মানের ব্যাপার, করতেই হবে। এখানে রাজনৈতিক নেতাদের পাহাড়ায় জওয়ানরা থাকে, পুলিশকে পাওয়া যায় না’।
প্রসঙ্গত, ২০১৬ সালে সাত দফা নির্বাচন দেখেছিল রাজ্য। নির্বাচন কমিশনের ভোটসূচি অনুযায়ী এবার এক একটি জেলাকে একাধিক ভাগে ভেঙে একাধিক দিনে ভোটের দিন ধার্য করা হয়েছে। এত দফায় ভোটগ্রহণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment