শীঘ্রই প্রকাশিত হচ্ছে বিজেপির প্রার্থীতালিকা, থাকছে চমকও

Spread the love

আর মাত্র একমাসের অপেক্ষা। তারপরই বহু প্রতীক্ষীত বিধানসভা নির্বাচন শুরু বাংলায়। এবার আটদফায় রাজ্যে ভোটগ্রহণ হতে চলেছে। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার একুশের ভোটের লড়াইয়ে যোদ্ধা কারা হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। কোন দল কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে, সে নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই প্রার্থীতালিকায় কোন দল কত বেশি চমক দেবে, এ নিয়েও আলোচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে নজরে রয়েছে BJP-র প্রার্থী তালিকা। জানা যাচ্ছে, শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে পদ্মশিবির। এবারের নির্বাচনে BJP-র প্রার্থী তালিকায় তারকা মুখও দেখা যেতে পারে বলে খবর।

BJP নেতা রাহুল সিনহা বলেন, ‘প্রার্থী তালিকা ঘোষণা এর মধ্যেই হয়ে যাবে। তবে, কবে হবে সেটা এখনই বলছি না। হয়ে যাবে এর মধ্যেই।’ সূত্রের খবর, ইতিমধ্যেই BJP-র প্রার্থী তালিকা দিল্লির নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। যদিও এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলতে চাননি রাজ্য BJP নেতৃত্ব।

আরেক বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপির প্রার্থী তালিকা কেন্দ্রীয় সংসদীয় বোর্ড ঠিক করে। একটি কমিটি রয়েছে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সুনির্দিষ্ট পদ্ধতিতে প্রার্থী নির্ণয় ও ঘোষণা করা হবে। ঠিক সময়েই ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।’

উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বুকে ‘অভূতপূর্ব সাফল্যে’র পরই এ রাজ্যে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়াবাহিনী। একুশে ‘আসল পরিবর্তন’ আসবে বলে সোচ্চার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন মোদী-শাহরা। এদিকে, ভোটের মুখে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো হেভিওয়েট নেতারা। ডোমজুড় থেকেই লড়াই হবে বলে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজীব।

অন্যদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেখানকার প্রাক্তন বিধায়ক শুভেন্দু। ফলে, শুভেন্দু-রাজীবদের মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সামনে এনে একুশের ভোটযুদ্ধে BJP লড়তে পারে বলেই ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের। আবার, ভোটের মুখে একঝাঁক টলি তারকা পদ্ম পতাকা হাতে তুলেছেন। তাঁদের একটা অংশকেও BJP প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে জল্পনা রাজ্য রাজনীতিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*