গতকাল প্রকাশিত হয়েছে নির্বাচনী নির্ঘন্ট। তারপরের দিনই ডানকুনির সভা থেকে পুলিশ প্রশাসন নিয়ে একাধিক অভিযোগ তুললনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি, পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়িপাতা হচ্ছে। থানাগুলি থেকে এবং রাজ্যস্তরে সিআইডি, এসটিএফ-রা বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতে।’’
শুভেন্দুর আরও দাবি, তৃণমূল নেতা-নেত্রীদের নির্দেশেই বিরোধী দলের নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে তাঁর আর্জি, গোটা প্রশাসনের খোলনলচে পাল্টে দিতে হবে। না হলে রাজ্য জুড়ে প্রত্যেক জেলাতে শান্তিপূর্ণ ভোট হতে পারে না।
তিনি বলেন, ‘বিরোধীদের ফোনে আড়িপাতা হচ্ছে। থানাগুলি থেকে এবং রাজ্যস্তরে সিআইডি, এসপি-রা বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতে। শ্যামল বসু কী বলছেন? গৌতমবাবু কী বলছেন? বিমান বসু কী বলছেন? প্রত্যেক জায়গায় পার্টির নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে তৃণমূল নেতা-নেত্রীদের কথায়। এটা বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনকে গোটা প্রশাসনের খোলনলচে পাল্টে দিতে হবে। না হলে গোটা রাজ্য জুড়ে প্রত্যেক জেলাতে আরাবুলের মতো, শওকত মোল্লার মতো যে মডেল তৈরি হয়েছে, তাতে শান্তিপূর্ণ ভোট হতে পারে না।’
Be the first to comment