নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন শুভেন্দু অধিকারীই৷ বিজেপি সূত্রের খবর, শুভেন্দুর নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া কার্যত নিশ্চিত৷ তবে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
সূত্রের খবর, আগামী ৪ মার্চ দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই রাজ্যে বিজেপি-র প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা৷
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর গত জানুয়ারি মাস নন্দীগ্রামে সভা করতে গিয়ে তিনি নিজেই সেখান থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকেই শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জের সুরে বার বার তৃণমূল নেতারা প্রশ্ন করেছেন, ক্ষমতা থাকলে তিনিও যেন নন্দীগ্রাম থেকে প্রার্থী হন৷
তবে কি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই নন্দীগ্রামে মমতার বিপক্ষে শুভেন্দু? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Be the first to comment