আজ বাম-কংগ্রেস-ISF জোটের ব্রিগেড। শুধুমাত্র লালঝান্ডার নয়, এবারের ব্রিগেড ত্রিফলা। নির্বাচনের আগে বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য আজকের ব্রিগেড ‘রবিবাসরীয়’।
সূত্রের খবর, রবিবারের সমাবেশে বক্তার সংখ্যা ১০। জানা গিয়েছে, এদিন বামফ্রন্টের পক্ষ থেকে বক্তব্য রাখবেন CPIM-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, CPI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা, CPIM-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। শরিক দলগুলির পক্ষ থেকে বক্তব্য রাখতে পারেন দেবব্রত বিশ্বাস, নরেন চট্টোপাধ্যায়রা।
এদিকে, প্রদেশ ভবনের পক্ষ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর জন্য ঝাঁপানো হলেও হাইকমান্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। বক্তব্য রাখবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। স্টার বক্তা হিসেবে অবশ্যই চোখ রয়েছে আব্বাস সিদ্দিকির দিকে।
Be the first to comment