দেশের জন্য কিছু করতে চাই, বিজেপিতে যোগ দিয়েই কাতর আর্জি শ্রাবন্তীর

Spread the love

ব্রিগেড সমাবেশের আগেই বড় চমক BJP-র। এবার পদ্ম শিবিরে যোগ দিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয় উপস্থিতিতে এদিন BJP-র পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁকে দলে স্বাগত জানান দিলীপ ঘোষ। BJP-তে যোগ দিয়েই শ্রাবন্তী জানান, রাজ্যের উন্নয়নের স্বার্থেই BJP-তে যোগ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে টলিপাড়ায় তোলপাড়। রাজনীতিতে আসছেন একাধিক নায়ক-নায়িকা। কিছুদিন আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার। এবার একই পথে হাঁটলেন জয়প্রিয় অভিনেত্রীর শ্রাবন্তী। তাৎপর্যপূর্ণভাবে এর আগে তৃণমূলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যেত শ্রাবন্তীকে। সেক্ষেত্রে কেন এই বদল? তবে কি মোহভঙ্গ হয়েছে নায়িকার?

এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানান, কোনও অভিমান থেকে নয়, শুধুমাত্র রাজ্যে পরিবর্তন আনার স্বার্থেই তাঁর BJP-তে যোগ। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তাঁকে অনুপ্রাণিত করেছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত।’

এদিন শ্রাবন্তীকে BJP-তে স্বাগত জানান দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি বলেন, চমক আরও বাকি। অর্থাৎ পাইপ লাইনে রয়েছে আরও একাধিক তারকা মুখ, এই জল্পনা জিঁইয়ে রাখলেন তিনি। এদিকে BJP-তে যোগ দিয়েই রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন অভিনেত্রী। তবে রাজনীতির জন্য অভিনয়ে কোনও ক্ষতি হবেন না, স্পষ্ট জানান তিনি। শ্রাবন্তীর কথায়, ‘নতুন ভাবে পথ চলা শুরু। বাবা সেনাবাহিনীতে ছিলেন। তিনি বলতেন রাজ্য নয়, তোকে দেশের জন্য কিছু করতে হবে। বাবার দেখানো আদর্শই পথ দেখাবে আগামী দিনে।’

দলে যোগদানের পরই প্রশ্ন উঠছে, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানান, বিষয়টি নিয়ে তিনি কিছু ভাবেননি। দল তাঁকে যেখান থেকে দাঁড় করাবেন সেখান থেকেই লড়াই করবেন তিনি।’

অন্যদিকে, এতদিন পর্যন্ত শাসক দলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এমনকী, কন্যাশ্রী প্রকল্পের উদ্বোধনেও মঞ্চে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। সেক্ষেত্রে কেন এই পরিবর্তনের ডাক? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, মহিলা সুরক্ষার জন্য আরও অনেক কিছু করতে চান তিনি। আগামী দিনে রাজ্যের পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণের জন্য তাঁর কাছে রয়েছে একাধিক পরিকল্পনা।

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে BJP-তে যোগদান করতে চলেছেন একাধিক তারকা, বিগত কয়েকদিন ধরে এই জল্পনা তুঙ্গে। রাজ্য BJP সূত্রে খবর, অমিত শাহের সভার দিন যোগদান কর্মসূচি রাখার পরিকল্পনা হয়েছিল। কিন্তু কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি বাতিল হওয়ার পরই এই পরিবর্তন। ৭ তারিখ ব্রিগেড মঞ্চে সদ্য যোগ দেওয়া অন্যান্য টলি তারকার পাশাপাশি দেখা যাবে শ্রাবন্তীকেও, জানাচ্ছে গেরুয়া শিবিরের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*