হাথরাসে নির্যাতিতার বাবাকে ‘গুলি করে খুন’ যৌন হেনস্থায় অভিযুক্তের

Spread the love

আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস। যৌন হেনস্থার অভিযোগে জেল খেটে ছাড়া পাওয়ার পরই নির্যাতিতা পরিবারের উপর প্রতিশোধ নিল অভিযুক্ত ব্যক্তি। নির্যাতিতার বাবাকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে।

২০১৮ সালে হাথরাসে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল গৌরব শর্মা নামে এক ব্যক্তিকে। এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। মাসখানেক জেল খাটার পর জামিনে ছাড়া পায় অভিযুক্ত ব্যক্তি। তারপরই নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যৌন হেনস্থার ঘটনার পর থেকে অভিযুক্ত ও নির্যাতিতার পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকত। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও এক আত্মীয় গ্রামের মন্দিরে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিল নির্যাতিতার পরিবারও। মন্দিরেই দুই পরিবারের মধ্যে বচসা বাধে। এরপরই বিবাদে জড়ায় নির্যাতিতার বাবা ও অভিযুক্ত ব্যক্তি। এই বচসা থেকেই নির্যাতিতার বাবাকে গুলি করে হত্যা করে অভিযুক্ত। এই ঘটনার খবর টুইটারে ভিডিয়ো বিবৃতিতে জানিয়েছেন হাথরাসের পুলিশ প্রধান বিনীত জয়সওয়াল।

এই ঘটনায় গৌরব শর্মার পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিচারের দাবিতে থানায় বসে কাঁদতে দেখা গিয়েছে নির্যাতিতাকে। তাঁর অভিযোগ, ‘আমার বাবার সঙ্গে কারও শত্রুতা ছিল না। গৌরব শর্মা আমার যৌন হেনস্থা করেছে। তারপর বাবাকে গুলি করে মেরেছে। আমি এর বিচার চাই।’

উল্লেখ্য, গত বছর উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে এক দলিত তরুণীর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। নির্যাতিতার দেহ গভীর রাতে তড়িঘড়ি্ দাহ করা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জন্মায়। এই ঘটনার পরই সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ‘যারা নারীদের সম্মান নষ্ট করবে, তাদের এমন সাজা দেওয়া হবে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তরপ্রদেশের মা-বোনেদের সুরক্ষা ও উন্নতিতে তাঁর সরকার যে অঙ্গীকারবদ্ধ, সে বার্তাও তুলে ধরেন যোগী।

রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও উত্তরপ্রদেশে বারবার নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে , তাতে সে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠল। পাশাপাশি নির্যাতিতার বাবাকে গুলি করে খুনের ঘটনায় সে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*