টিকাকরণ শংসাপত্রে মোদির ছবি নির্বাচনী বিধিভঙ্গ, কমিশনে যাবে তৃণমূল; টুইট ডেরেকের

Spread the love

দেশজুড়ে জোরকদমে করোনা ভাইরাস রুখতে টিকাকরণ চলছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ সম্পর্কে উৎসাহ বাড়াতে নিজে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন । এসবের মাঝেই টিকাকরণ কর্মসূচির সুযোগ নিয়ে ভোট প্রচারের অভিযোগ উঠল বিজেপি তথা মোদির বিরুদ্ধে । এই বিষয়ে অভিযোগ জানিয়ে টুইটার সরব হল তৃণমূল ৷ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সেই টুইটে জানালেন, তৃণমূল বিষয়টিকে নিয়ে নির্বাচনের কমিশনের কাছে যাবে ৷

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য যেখানে ইতিমধ্যে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেখানে ভ্যাকসিনেশনের পর দেওয়া সরকারি শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক । এই বিষয়েই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল । তৃণমূল কংগ্রেস মনে করছে, এই ঘটনা নির্বাচনের আদর্শ আচরণবিধি লংঘন । প্রধানমন্ত্রীর ছবি দিয়ে শংসাপত্র বিলি আসলে এরাজ্যে বিজেপির প্রচারে একটি হাতিয়ার হিসাবে কাজ করছে । তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসবেন তারা ।

মঙ্গলবার এই বিষয়ে টুইট করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন । মোদির ছবি দেওয়া ভ্যাকসিনেশনের শংসাপত্রের ছবি দিয়ে ডেরেক লেখেন, “ভোট ঘোষণা হয়ে গিয়েছে । অথচ কোভিড সংক্রান্ত বিভিন্ন দস্তাবেজে প্রধানমন্ত্রী জ্বলজ্বল করছেন । আমরা বিষয়টিকে নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাব ।”

একুশের ভোট ঘোষণার দিন থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, নির্বাচনী সূচি বিজেপিকে সুবিধা করে দেওয়ার কথা ভেবেই করা হয়েছে । এখানেই থামেননি তিনি ৷ ভোটে কমিশনের নিরপেক্ষ ভূমিকার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো । এই অবস্থায়, কোভিড দস্তাবেজে প্রধানমন্ত্রীর ছবি রাজ্যের শাসকদল তৃণমূলের হাতে নয়া অস্ত্র তুলে দিল । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*