তৃণমূল-BJP সংঘর্ষে উত্তরপাড়ায় উত্তেজনা

Spread the love

একুশের নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটমুখী বাংলায় তৃণমূল-BJP সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির উত্তরপাড়ায়। BJP-র রথযাত্রা কর্মসূচি ঘিরে গোলমাল বাধে। জানা যাচ্ছে, BJP-র পরিবর্তন যাত্রার রুটে পথ অবরোধ করে তৃণমূল। যার জেরেই হাতাহাতি বাধে দু’পক্ষের। কোন্নগর থেকে রিষড়া যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা বাধে BJP কর্মীদের। সেই বচসা থেকেই গোলমালের সূত্রপাত বলে খবর। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা।

তৃণমূলের অভিযোগ, রথযাত্রা থেকে মাইকে তৃণমূলের নেতাদের নামে কটূক্তি করা হয়। তারই প্রতিবাদে অবরোধ করে তারা। তৃণমূলের কর্মীরা বলেন, ‘মাইকে আমাদের দলনেত্রীর বিরুদ্ধে কটূক্তি করা হয়।’ অন্যদিকে, BJP-র পালটা অভিযোগ, তাদের রথযাত্রায় ব্যাঘাত ঘটাতেই পথ অবরোধ করে তৃণমূল। BJP কর্মীদের আরও অভিযোগ, শান্তিপূর্ণভাবেই রথযাত্রা করছিলাম। হঠাৎ ওরা রাস্তা অবরোধ করে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘বাংলায় অশান্তি ছড়াতে চাইছে BJP।’

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক হামলার ঘটনার ছবি বারবার উঠে আসছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার নিমতায় BJP কর্মী গোপাল মজুমদারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। BJP কর্মীর মাকে মারধরের অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে আক্রান্ত BJP কর্মীর মা বলেছেন, ‘আমার মাথা, ঘাড়, মুখে আঘাত করা হয়েছে। আমি আতঙ্কিত।’ BJP কর্মীর মায়ের সেই বক্তব্যের ভিডিয়ো তুলে ধরে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, বাংলার ভোটে হিংসা রুখতে এবার তৎপর নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগে থেকেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে। আগামী দিনে আরও বাহিনী আসার কথা। নির্বাচনে হিংসা রুখতে সম্প্রতি কমিশনের দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, ‘যারা ভোটের সময় হিংসা ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি আমরা। আমরা চাই, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক।’

উল্লেখ্য, বাংলায় আট দফা নির্বাচনের সূচি ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল,চতুর্থ দফা ১০ এপ্রিল,পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট ২৯ এপ্রিল। একুশের মহাযুদ্ধে নীলবাড়ির দখল কার হাতে থাকছে, তা জানা যাবে আগামী ২ মে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*