ভাঙড়ের সিতুরি গ্রামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করল পুলিশ। আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মসলাও উদ্ধার করেছে ভাঙড় থানার পুলিশ। জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত পলাতক, গ্রেফতার করা হয়েছে তার বাবাকে। অভিযুক্ত একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী বলেও স্থানীয় সূত্রে খবর।
অন্যদিকে, ভাঙড় থানার কাচডিহা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে। ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র-বোমা-গুলি উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, সিতুর গ্রামের একটি বাড়ি থেকেই সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিস সিতুরির জলিল মোল্লা নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। চারটি বোমা, একটি ওয়ান শাটার, গুলি, বোমা তৈরির সরঞ্জাম সহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, জলিল মোল্লার ছেলে পলাতক। অন্যদিকে ভাঙড় থানার কাচডিহা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়।
পরে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল জাহাঙ্গীর মোল্লা, রবিউল মোল্লা, মফিজুল মোল্লা। তাদের কাছ থেকে একটি বন্দুক, লোহার রড এবং ছুরি উদ্ধার হয়েছে। শুরু হয়েছে তদন্ত। বাকিরা ISF কর্মী কি না খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment