একুশের ভোটযুদ্ধে ‘আসল পরিবর্তন’ আসবে বলে সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সোনার বাংলা’ গড়তে কার্যত ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যপূরণে বাংলায় মোদীর ঘনঘন সফর নজর কেড়েছে। আগামী রবিবারই ব্রিগেড সভা মোদীর।
তবে শুধু ব্রিগেডই নয়, ভোটের বাংলায় ২০টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বাংলায় BJP নেতাদের দাবি পূরণ করেই রাজ্যে ২০টি সভা করছেন মোদী, এমনটাই জানা যাচ্ছে।
সূত্রের খবর, এমনভাবে সভার পরিকল্পনা করা হচ্ছে, যাতে ২৩টি জেলাতেই যেতে পারেন নমো। ভোটমুখী রাজ্যে প্রধানমন্ত্রীর সভার চাহিদা রয়েছে। তবে এবার পশ্চিমবঙ্গ ও অসমকেই পাখির চোখ করা হচ্ছে। বাংলায় ২০টি সভার পাশাপাশি অসমেও ছ’টি সভা করবেন মোদী।
অন্যদিকে, বামেদের ব্রিগেডের এক সপ্তাহের ব্যবধানে সেখানেই মোদীর সভা রবিবার। এদিন ব্রিগেড পরিদর্শনে আসেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্তরা। মোদীর ব্রিগেডকে ‘ঐতিহাসিক’ করার ডাক দিয়েছে পদ্মশিবির।
এদিকে, ভোটের রণকৌশল নিয়ে বুধবার হেস্টিংসে রাত ৮টা নাগাদ বৈঠকে বসছে বিজেপি। ভোটের রণকৌশল নির্ধারণের পাশাপাশি প্রার্থীতালিকা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। সোমবারই ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে কলকাতার এক পাঁচতারা হোটেলে বৈঠকে বসে গেরুয়াশিবির। সেখানেও প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
Be the first to comment