রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের সভায় কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে ? মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই এই জল্পনা ছড়িয়ে পড়ে । ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট এই জল্পনার প্রত্যুত্তরে অবশ্য একটিও শব্দ ব্যয় করেননি । তবে তাঁর ঘনিষ্ঠ মহল বলছে, রাজনীতির মঞ্চে মহারাজের অভিষেকের কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই । তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে প্রস্তাব কিংবা পরোক্ষ চাপের কথা বলা হচ্ছে ।
যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ বৃত্ত বলছে, এই ধরনের কোনও চাপ নেই । বিজেপির তরফে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি । ৭ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকার আমন্ত্রণ জানানো হয়নি সৌরভকে । তাই রবিবার ব্রিগেডের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন কি না তা নিয়ে চলছে জল্পনা।
শোনা গিয়েছিল, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে মোতেরায় উপস্থিত থাকবেন সৌরভ । ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নিজেও গোলাপি বলের টেস্ট দেখতে যেতে আগ্রহী ছিলেন । তবে হৃদযন্ত্রে তিনটি স্টেন্ট বসার পরে সৌরভ কার্যত বাড়ির বাইরে বের হননি । অফিসের কাজ বাড়িতে বসে করছেন । সবে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন । সেটাও চেনা ঘেরাটোপে ।
এই অবস্থায় মোতেরা যাওয়ার আগে চিকিৎসকের অনুমতি চেয়েছিলেন সৌরভ । কিন্তু অনুমতি মেলেনি । আপাতত ঠিক করেছেন শরীরের অবস্থা ঠিক থাকলে এবং চিকিৎসক অনুমতি দিলে আইপিএলের তৃতীয় সপ্তাহে ক্রিকেট মাঠে যেতে পারেন । এই অবস্থায় ব্রিগেডের সভায় সৌরভের উপস্থিত থাকার জল্পনা অর্থহীন ৷
এদিকে ৭ মার্চের ব্রিগেডের সভায় সৌরভ না থাকলেও মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো চলচ্চিত্র জগতের দুই জনপ্রিয় মুখের থাকার সম্ভাবনা প্রবল । চলচ্চিত্রের এই দুই নায়কের বাড়িতে গিয়ে ইতিমধ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন । ওইদিন টলিউডের “বেগমজান” ঋতুপর্ণা সেনগুপ্ত থাকতে পারেন বলে খবর । ইতিমধ্যে টলিউডের রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে গিয়েছে । প্রায় রোজদিন কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রী যোগ দিচ্ছেন পদ্ম শিবিরে । এবং তাঁদের যোগদানের নেপথ্য কারিগর না কি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া হাওড়া জেলার এক বিধায়ক । তিনি নিজে দল পরিবর্তনের সময় সৌরভের সঙ্গে কথা বলেছিলেন বলেই খবর । তাই সব মিলিয়ে রবিবাসরীয় মোদির সভায় মঞ্চে কাদের দেখা যাবে তা নিয়ে পারদ চড়ছে ।
Be the first to comment