বঙ্গে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ

Spread the love

বঙ্গে রাজনৈতিক তপ্ত পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদও। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ট্রেলার দেখা গিয়েছে। গোটা ছবিটা যে দেখা বাকি তা বলাইবাহুল্য। প্রত্যাশা মতো গরম বেড়েই চলেছে। অনেকের প্রশ্ন, এখনই যদি এই অবস্থা হয়,মার্চের শেষ-এপ্রিলে কী হবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২। যা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আর বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪. ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বাধিক ৯৩ শতাংশ। বছরের এই তৃতীয় মাসেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর। যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরাও।

আবহাওয়ার এমন খামখেয়ালিপনা ভাবাচ্ছে তাঁদেরও। উত্তর-পশ্চিম দিক থেকে আসা জলীয় বাষ্পহীন শুকনো হাওয়ায় জেরেই দক্ষিণবঙ্গে এই রকম ভ্যাপসা গরমের অভিজ্ঞতা হচ্ছে বলে আবহাওয়াবিদদের একটা অংশ মনে করছেন।

তাপমাত্রা বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ফলে স্বস্তি পেতে আপাতত পাহাড়মুখী হয়েও খুব একটা লাভ নেই। এদিকে ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডেও তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে।

গত এক সপ্তাহে ভোরের দিকে হালকা শীতের আমেজও বেমালুম গায়েব হয়েছে। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। ফাল্গুনেই এই অবস্থা হলে চৈত্রে কী হবে? ভেবে হয়রান সাধারণ মানুষ। জেলায় জেলায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কেমন ছিল? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৩৫.৫ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রিতে,বহরমপুরে পারদ ছিল ৩৬ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৪ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ৩৩ ডিগ্রি, কাঁথির পারদ ছিল ৩৩.৫ ডিগ্রিতে, কোচবিহারের তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি, দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ১৬.৪ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ পৌঁছেছে ৩৫.৮ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ৩১.৮ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৩১ ডিগ্রি, কালিম্পঙে ২১.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ৩৩.৪ ডিগ্রি, মালদা ৩২.৫ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৬ ডিগ্রিতে, পানাগড়ে ৩৪.৬ ডিগ্রি, পুরুলিয়ায় ৩৪.৪ ডিগ্রি, সল্টলেকে ৩৩.৯ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ৩১.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩৩.৪ ডিগ্রি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*