বিজেপির ব্রিগেড প্রচারে ধাক্কা দিতে বিশেষ গেমপ্ল্যান তৃণমূলের

Spread the love

তৃণমূল ভবনে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত থাকলেন ১৪৪টি কলকাতার ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা। তৃণমূলের তরফে বলা হয়েছে এই বৈঠকের মূল লক্ষ্য বিধানসভা ভোট, কারণ এই প্রার্থী তালিকা থেকে শুরু করে প্রচারে বড় অংশ নেন কাউন্সিলরা তাই তাঁদেরকে বিশেষ দায়িত্ব দেওয়ার জন্য এই বৈঠকে ডাকা হয়। তবে সূত্রের খবর অন্য কথা বলছে।

জানা যাচ্ছে, সামনেই বিজেপির ব্রিগেড। সেখানে বিজেপি’র প্রচারকে কলকাতায় টক্কর দিতে এই বিশেষ বৈঠক ছিল। তার পিছনে ছিল ভোটের দায়িত্বের আলোচনা। কি করতে পারে তৃণমূল বিজেপিকে ব্রিগেডে টেক্কা দিতে। জানা গিয়েছে কাউন্সিলর, বিধায়কদের বলা হয়েছে কলকাতায় জুড়ে তৃণমূলের পতাকা ভরতি করে দিতে। যাতে কোনও জায়গা বাদ না পড়ে সেই দিকে জোর দেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর, পার্থ চট্টোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি।

শুক্রবার প্রার্থীতালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। একসঙ্গে রাজ্যের ২৯৪ আসনের জন্য পূর্ণাঙ্গ তালিকাই প্রকাশ করা হবে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে। গত শুক্রবার পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় এবার বঙ্গে ভোট। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মনে প্রশ্ন ঘুরছিল কবে নাগাদ হতে পারে বিভিন্ন দলের প্রার্থীঘোষণা। সেই প্রশ্নের উত্তর মিলল।

দিনঘোষণার ঠিক এক সপ্তাহ বাদে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল। এর মাঝে রাজ্যের শাসকদল আলোচনার মাধ্যমে তাদের স্ট্র্যাটেজি ঠিক করে ফেলেছে। তৃণমূলের নির্বাচনী কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছে ৮০ বছরের বেশি কাউকে দেওয়া হবে না প্রার্থীপদ। এর মাঝেই জল্পনা ভেসে ওঠে, তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। তাই সেই প্রার্থী তালিকায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।

এদিকে বিজেপির রাজ্যের ভোটে প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে আলোচনা হবে। এ জন্য দলের রাজ্য নেতৃত্ব সম্ভবত বুধবারই দিল্লি উড়ে যান। আজ বৃহস্পতিবার বোর্ডের বৈঠকে আলোচনা হবে এ নিয়ে। বিজেপি সূত্রে জানা গিয়েছে শুক্রবার প্রথম দুটি দফার নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*