মমতাই বাংলার আসল বাঘিনী, দাবি উদ্ধব ঠাকরের দলের

Spread the love

মমতা দিদিই বাংলার আসল বাঘিনী’, বিধানসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থনে এমনটাই জানাল শিবসেনা। এমনকী, তৃণমূলকে সমর্থন করতে একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গে কোনও প্রার্থী দেবে না উদ্ধব ঠাকরের দল, বৃহস্পতিবার টুইটে জানান সংশ্লিষ্ট দলের নেতা সঞ্জয় রাউত।
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন।

একদিকে ‘মহাজোট’ অন্যদিকে BJP, ভোটের আগে জোট এবং গেরুয়া সমীকরণে বদলেছে রাজ্য রাজনীতির চেনা ছক। এদিন বঙ্গ মসনদ পুনরুদ্ধারে লড়াইয়ে প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তৃণমূলও। এই পরিস্থিতিতে উদ্ধব ঠাকরে ও তাঁর দল প্রকাশ্যে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

সঞ্জয় রাউত নিজের পোস্টে লিখেছেন, ‘অনেকেই জানতে চাইছেন যে আমরা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী দেব কিনা? কিন্তু শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে স্পষ্ট জানিয়েছেন আমরা পশ্চিমবঙ্গে কোনও প্রার্থী দেব না।’ শুধু তাই নয়, তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা দেখে মনে হচ্ছে লড়াইটা দিদি বনাম সবার এখানেই শেষ নয়, তিনি তিনটি ‘এম’,’মানি'(অর্থ)’মাসল'(শক্তি),’মিডিয়া'(গণমাধ্যম)-র কথাও উল্লেখ করেছেন।

সঞ্জয়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের বিরুদ্ধে এই যাবতীয় হাতিয়ার ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি। এরপরেই শিবসেনার পক্ষ থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শুভেচ্ছা বার্তা দেন। তিনি আরও বলেন,’আমরা বিশ্বাস করি উনি বাংলার আসল বাঘিনী।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*