গত বিধানসভা ও লোকসভা ভোটে যেসব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল, কমিশনের নজরে এবার সেইসব বুথ।
কমিশন সূত্রে খবর, ২০১৬-র বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা ভোটে যে সকল বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল। সেগুলির দিকে এবার বিশেষভাবে নজর দিতে চলেছে নির্বাচন কমিশন (ECI)।
কোন কোন বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল, তা খতিয়ে দেখা শুরু করেছে কমিশন। সেইসব বুথের উপর আলাদা নজরদারি করারও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সেইসব বুথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Be the first to comment