তারকা-খচিত তৃণমূলের প্রার্থীতালিকা; সায়ন্তিকা-কাঞ্চন-জুন-সায়নী-সোহম-রাজ চক্রবর্তীরা লড়বেন ভোটে

Spread the love

একুশের ভোটের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। ভোট উৎসবের প্রস্তুতির মাঝেই নজরে ছিল তারকা-খচিত প্রার্থী তালিকা। কোন কেন্দ্র থেকে কোন তারকাপ্রার্থী লড়ছেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষদের নাম অবশ্য আগেভাগেই শোনা গিয়েছিল। কারণ, এবারের বিধানসভা নির্বাচনে সবুজ কিংবা গেরুয়া, দুই শিবিরের স্টার স্ট্র্যাটেজি-ই যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

শুক্রবার নির্ধারিত সময়েই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তারকা-খচিত প্রার্থী তালিকা। বলা ভাল, একুশের রণক্ষেত্রে গ্ল্যামার ইন্ডাস্ট্রির উপর ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লড়ছেন বাঁকুড়া থেকে। জুন মালিয়া , যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের ঘনিষ্ঠ অভিনেত্রী বলেই পরিচিত তিনি লড়বেন মেদিনীপুর কেন্দ্র থেকে। এবারের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র বেজায় গুরুত্বপূর্ণ, তাই তৃণমূলের তরফে হেভিওয়েট কোনও প্রার্থীকেই দরকার ছিল। এক্ষেত্রে ‘দিদি’ ভরসা রেখেছেন পরিচালক রাজ চক্রবর্তীর উপর। তিনিই ঘাসফুল শিবিরের হয়ে লড়বেন ব্যারাকপুর কেন্দ্র থেকে। আসানসোল দক্ষিণ কেন্দ্রে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ। যিনি কিনা সবুজ পতাকা হাতে তুলেই মোদী সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়েছেন।

প্রার্থী তালিকায় রয়েছেন যুব তৃণমূলের সহ-সভাপতি তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীও। অন্যদিকে হাওড়ার শিবপুরে যেখানে বিজেপির তরফে রুদ্রনীল ঘোষকে দাঁড় করানোর কথা শোনা যাচ্ছে, সেই সিটে দলনেত্রী তৃণমূলের পালটা চ্যালেঞ্জ হিসেবে সামনে রেখেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে।

লাভলি মৈত্র লড়ছেন সোনারপুর থেকে। ‘ঝড় উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে’ স্লোগান তুলে সোনারপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন কাঞ্চন মল্লিক। বৃহস্পতিবারই তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে অদিতি মুন্সী ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সংগীত শিল্পীর উপরই রাজারহাট-গোপালপুর আসনে ভরসা রেখেছেন দলনেত্রী। টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় লড়ছেন কৃষ্ণনগর উত্তর থেকে।

তৃণমূলের তরফে এহেন তারকাপ্রার্থী যে এর আগে কোনও বিধানসভা নির্বাচনে দেখা যায়নি, তা বিশেষভাবে উল্লেখ্য। আসলে এবারের বাংলা দখলের লড়াইয়ে দুই শিবিরেই চাঁদের হাট। তাই গ্ল্যামার ইন্ডাস্ট্রি যে বিশেষ একটা স্থান পাবে প্রার্থীতালিকার ক্ষেত্রে, তা আগে থাকতেই আন্দাজ করা গিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*