সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা মণ্ডলকে আরামবাগের প্রার্থী করল তৃণমূল

Spread the love

শুক্রবার ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন  নাম ঘোষণার আগে একাধিক প্রার্থীর দিকেই চোখ ছিল সকলের৷ আলোচনায় ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁও৷ গত ডিসেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুজাতার নাম আরামবাগ কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করলেন মমতা৷

সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন সৌমিত্র৷ বঙ্গ রাজনীতিতে রীতিমতো চর্চিত নাম হয়ে ওঠেন সুজাতা-সৌমিত্র, চলে মান-অভিমানের পালাও৷ কিন্তু পারিবারিক সমস্যাকে পিছনে ফেলে রেখেই সুজাতা তৃণমূলের যোদ্ধা হয়েই মাঠে নেমে পড়েছেন৷ বিজেপি-তে পদ না পাওয়া নিয়ে বরাবরই একটা অশান্তি ছিল তাঁর মধ্যে। কিন্তু কেউ ভাবতেও পারেননি যে, তিনি তৃণমূলে যোগ দিতে পারেন৷ সুজাতা এই ক’দিনেই তৃণমূলের জনপ্রিয় ও প্রথমসারির মুখ হয়ে উঠেছেন৷

সুজাতাকে পেয়ে তৃণমূলের লাভই হয়েছে৷ তিনি যে রাজনীতিটা খুব ভাল ভাবেই বোঝেন তা নিয়ে কোনও সন্দেহই নেই৷ বিজেপি-র হয়ে সে প্রমাণ তিনি রেখেছেন৷ সুজাতা সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয়৷ সুজাতার সঙ্গে এখন তৃণমূলের রসায়নটা পুরো বদলে গিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*