শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৯৪টির মধ্যে ২৯১ কেন্দ্রের তালিকা প্রকাশ করেছেন দলনেত্রী। বহু নতুন মুখের পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক তারকা মুখ। এদিকে, বাদ পড়েছে বর্ষীয়ান বহু বিধায়ক। ভোটে তৃণমূলের মহিলা প্রার্থী ৫০ জন, মুসলিম প্রার্থী ৪২ জন। তফসিলি জাতি প্রার্থী ৭৯ জন, তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন৷
উল্লেখযোগ্যভাবে এবার যাঁরা তৃণমূলের নতুন মুখ তাঁরা হলেন, রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বেহালা পূর্বে৷ যাদবপুরে মলয় মজুমদার৷ খড়দহে প্রার্থী করা হয়েছে কাজল সিনহাকে৷ আরামবাগে সুজাতা মণ্ডল৷ বালি কেন্দ্রে প্রার্থী রাণা চট্টোপাধ্যায়৷ বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারি৷
প্রত্যাশা মতো এ বারের নির্বাচনে টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে প্রার্থী করছে তৃণমূল। অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে, কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে, মনোজ তিওয়ারি শিবপুরে। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, প্রচুর চিকিৎসক, অধ্যাপক আমাদের হয়ে দাঁড়াচ্ছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে টিকিট দেওয়া হয়েছে।
মমতা এদিন জানান, পাহাড়ের তিন কেন্দ্রে লড়বে তৃণমূলের জোটসঙ্গী। তাঁদের বিধানপরিষদে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রী বলেন, ‘এটা স্মাইলি নির্বাচন।’ ৯ মার্চ ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপিকে তুলোধনা করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘এবার খেলা হবে-দেখা হবে-জেতা হবে।’ তিনি বলেন,’আমি নন্দীগ্রামেই লড়ছি। কথা দিলে কথা রাখি। যাদবপুরে লড়াই শুরু করেছিলাম। তখন কেউ সেখানে দাঁড়াতে চায়নি। হাজরায় মারা হয়েছিল। তারপর দক্ষিণ কলকাতায় দাঁড়াতাম। ভবানীপুরে ২ বার বিধানসভার নির্বাচনে জিতেছি। নির্বাচনে দাঁড়ালাম কিনা বড় ব্যাপার নয়। এখানে নজর রাখব। আমি নন্দীগ্রামে দাঁড়াব।’ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
তেখালির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করার পর চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী । বলেছিলেন, ‘দু’জায়গায় দাঁড়াতে দেব না। আপনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। আপনাকে আধ লাখ ভোটে হারাব।’ সূত্রের খবর, দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকে নন্দীগ্রামে দাঁড়াতে চেয়ে দলকে অনুরোধ করেন শুভেন্দু। তাঁর প্রার্থী হওয়া প্রায় চূড়ান্ত বলে খবর। ফলে, নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর লড়াই সময়ের অপেক্ষা!
Be the first to comment